নাটোর: নাটোরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে রহিমা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ছাতনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের ডা. মতিউর রহমানের স্ত্রী।
নাটোর পৌরসভার কাউন্সিলর ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, তার বোন রাহিমা বেগম মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার ছাতনী গ্রাম থেকে অটোরিকশা করে শহরের হরিশপুরে যাচ্ছিলেন।
পথে ছাতনী স্লুইচ গেটের কাছে অটোরিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫