ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি চ্যানেল ভারতে প্রদর্শিত হয় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বাংলাদেশি চ্যানেল ভারতে প্রদর্শিত হয় না

জাতীয় সংসদ ভবন থেকে: ভারতের ৩২টি পে-চ্যানেল এবং ৮টি ফ্রি-চ্যানেল বাংলাদেশে সম্প্রচারিত হলেও, বাংলাদেশের কোন টিভি চ্যানেল দেশটিতে প্রদর্শিত হয় না বলে সংসদে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে বেগম আখতার জাহানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।


 
মন্ত্রী জানান, বাংলাদেশের টিভি চ্যানেলের প্রতি ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। বাংলাদেশের চ্যানেল ভারতে সম্প্রচারের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। কিন্তু বিদেশি টিভি চ্যানেল প্রদর্শনের ক্ষেত্রে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটররা আগ্রহ প্রকাশ করেন না। বিষয়টি ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে। এছাড়া সার্কভুক্ত দেশসমূহের টিভি চ্যানেলসমূহ যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায় সেই লক্ষ্যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
তিনি বলেন, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভ সংসদ বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার ব্যবস্থা ফ্রি টু এয়ার (এফটিএ) হওয়ায় উপযুক্ত প্যারামিটারের মাধ্যমে স্যাটালাইটের সাহায্যে বর্তমানে ভারতসহ পৃথিবীর প্রায় ৬০টি দেশের দর্শকরা দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া ভারতীয় দর্শক বা ক্যাবল অপারেটর ডাউনলিংকের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দেখার সুযোগ রয়েছে।
 
অচিরেই অনলাইন সংবাদ মাধ্যম নীতিমালা:
নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন সংবাদপত্রের কোনো নীতিমালা নেই। তবে অনলাইনভিত্তিক সংবাদপত্রসমূহকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার জন্য তথ্য মন্ত্রণালয় হতে ‘অনলাইন গণমাধ্যম শীর্ষক নীতিমালা’ প্রণয়ণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এজন্য প্রধান তথ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাক্তন সভাপতি মোস্তফা জব্বারকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠণ করা হয়েছে। এনিয়ে কমিটি কাজ শুরু করেছে। অচিরেই নীতিমালা চূড়ান্ত হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।