ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষামন্ত্রীর পিএস পরিচয়ে না.গঞ্জে প্রতারণার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
শিক্ষামন্ত্রীর পিএস পরিচয়ে না.গঞ্জে প্রতারণার চেষ্টা

নারায়ণগঞ্জ: ফোনে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) পরিচয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে প্রতারণা চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নাজমুল আলম নামে এক ব্যক্তি নিজেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পিএস পরিচয় দিয়ে তাদের ফোন করেন।



সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম বাংলানিউজকে বলেন, সকালে নাজমুল আলম নিজেকে শিক্ষামন্ত্রীর পিএস পরিচয়ে ডিসি স্যার এবং আমাকে ফোন করে জানান-মন্ত্রীর মহোদয়ের বাড়ির কাজের মেয়ে মারা গেছে। ওই মেয়েটি চাষাঢ়াতে বসবাস করতেন। মন্ত্রী নিজে এক লাখ টাকা অনুদান দিয়েছেন, আপাতত ২৪ হাজার টাকা পাঠাতে হবে। সে কাজটি যেন আমি করি। অনুদানের এক লাখ টাকা দিলে ২৪ হাজার টাকা রেখে বাকিটা ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, পরে আবার মোবাইলে নাজমুল আলমের সঙ্গে কথা বলার সময় বিষয়টি সন্দেহজনক মনে হয়। তখন মন্ত্রী মহোদয়ের নম্বরে ফোন করে বিষয়টি নিশ্চিত হই।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।