ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া ফেরিঘাটে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
পাটুরিয়া ফেরিঘাটে মানববন্ধন ছবি: প্রতীকী

মানিকগঞ্জ: গুলশানে নৌপরিহনমন্ত্রী শাজাহান খানের সমাবেশে ককটেল হামলার প্রতিবাদে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

মঙ্গলবার দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিআইডব্লিউটিসির ওয়ার্কাস ইউনিয়ন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও স্থানীয় আরুয়া ইউনিয়ন শ্রমিক লীগসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


 
সমাবেশে বক্তব্য রাখেন, ওয়াকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারেক, পাটুরিয়া শাখার সাধারণ সম্পাদক খন্দকার আবুল বাশার, যুগ্ম সম্পাদক জামাল মিয়াজি, সেলিম মিয়া, শাহ আলম, আরুয়া শ্রমিক লীগের সভাপতি মিলন কাজী, সাধারণ সম্পাদক আপেল খান, মজিবর রহমান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০ দল হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করছে। নৌমন্ত্রীর সমাবেশে ককটেল হামলার নিন্দা জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।