ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাইকোর্ট কদম ফোয়ারার সামনে ৩টি ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
হাইকোর্ট কদম ফোয়ারার সামনে ৩টি ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা ও পল্টনের কস্তুরি রেস্টুরেন্টের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধকারীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।



শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, কদম ফোয়ারার সামনে তিনটি ককটেল নিক্ষেপ করে একদল যুবক। এরমধ্যে দুটির বিস্ফোরণ ঘটে। আর একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।

তিনি জানান, এ ঘটনায় ওই এলাকায় তল্লাশি করা হচ্ছে।

এদিকে, প্রায় একই সময়ে পল্টনের কস্তুরি হোটেলের সামনেও একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।