লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর হাসপাতালে তিনটি বেড নিয়ে বার্ন ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও ডা. আনোয়ার হোসেন, ডা. আবুল খায়ের ভূঁইয়া ও ডাক্তার বাছেত মাহমুদ প্রমুখ।
বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে সম্প্রতি পেট্রোল বোমা হামলায় লক্ষ্মীপুরে তিন জন নিহত হয়েছেন। দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে বার্ন ইউনিটের কার্যক্রম না থাকায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫