ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এডিসির গাড়ি চালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এডিসির গাড়ি চালক আহত

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) গাড়ি চুরমার হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন গাড়ির চালক আজারুল ইসলাম (৪৫)।

তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ শাহরিয়া ফিরোজকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে তার বাসায় নামিয়ে দিয়ে ফেরার পথে রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গাড়িটির সামনের অংশ চুরমার হয়ে যায়। পরে পুলিশের রে-কার গিয়ে গাড়িটি উদ্ধার করে বলেও জানান ওসি।

ওসি আরও জানান, রেল ক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর উঠে ট্রেন দেখতে পেয়ে চালক ভয় পেয়ে যান। এ সময় গাড়ির স্ট্রাটও বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটি গিয়ে গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় চালক সামান্য আহন হন। রেল ক্রসিংয়ের গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলেও জানান মতিহার থানার ওসি।

রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, গাড়ির চালক আজহারের অবস্থা খুব গুরুতর নয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কিভাবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লো বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে বলেও জানান জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।