ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নতুন করে গ্যাস সংযোগ নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
নতুন করে গ্যাস সংযোগ নয়

জাতীয় সংসদ ভবন থেকে: চাহিদার তুলনায় গ্যাস ঘটতি থাকায় নতুন এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে ছবি বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন।



সংসদে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদার তুলানায় সরবরাহে ঘাটতি রয়েছে ৫শ’ মিলিয়ন ঘনফুট। গ্যাস উৎপাদন/সরবরাহ আংশিক বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন এলাকা বর্ধিত না করে, যেসব এলাকায় ইতোমধ্যে গ্যাস বিতরণ লাইন বিদ্যমান শুধুমাত্র সেসব এলাকায় নিজ নিজ বিতরণ কোম্পানির মাধ্যমে পর্যায়ক্রমে আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া হবে।

মসজিদের বিদ্যুৎ বিল ১০০ ইউনিট পর্যন্ত মওকুফ:

সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মসজিদসহ অন্য ধর্মীয় উপাসনালয়ের বিদ্যুৎ বিল মওকুফ করার পরিকল্পনা নেই। তবে নিয়মিত আয়ের উৎসবিহীন ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাসিক ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

** বিএনপি আমার পায়ের রগ কেটে দিয়েছিল
** এখনও মেলেনি সংসদের মূল নকশা
** বাংলাদেশি চ্যানেল ভারতে প্রদর্শিত হয় না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।