ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে হত্যা মামলায় ৯ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বাকেরগঞ্জে হত্যা মামলায় ৯ জনের কারাদণ্ড ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খোদাবক্সকাঠি গ্রামের মোস্তফা মিয়া হত্যা মামলায় ৯ আসামির প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।



মঙ্গলবার বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আদিব আলী এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বাকেরগঞ্জের খোদাবক্সকাঠি গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে মো. ফারুক গাজী, জয়নাল গাজী, মৃত সেরাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. দেলোয়ার হাওলাদার, ফিরোজ হাওলাদার, জাহাঙ্গীর খান, তোহা খান, জাকির বয়াতি, বাকেরগঞ্জের শিয়ালগনি এলাকার কামাল তালুকদার ও জামাল তালুকদার।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১০ নভেম্বর আসামিরা পরস্পর যোগসাজশে পূর্ব বিরোধের জের ধরে মোস্তফা মিয়াকে খুন করে স্থানীয় কারখানা নদীতে ফেলে দেয়। ১০/১৫ দিন পর নদী থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

নিহতের বোন মাসুদা বেগম বরিশাল সিনিয়র জুডিশিয়াল আদালতে ২০০৪ সালের ৯ জুন ৩২ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা করেন। একই বছরের ২৮ ডিসেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল কর‍া হয়।

আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এর ‍রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।