বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি ও বলেশ্বর নদী থেকে কোস্টগার্ডের অভিযানে বিভিন্ন সময় আটক ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালীকাবাড়ি কোস্টগার্ড কার্যালয়ের সামনে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণের নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্টগার্ডের মোরেলগঞ্জ কন্টিজেন্ট অফিসার আলী আকবর বাংলানিউজকে জানান, চলতি মাসের বিভিন্ন সময়ে উপজেলার পানগুছি ও বলেশ্বর নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ হাজার মিটার সিম ফ্লাই নেট জাল ও ১০ হাজার মিটার বেহেন্দি জাল উদ্ধার করে।
উদ্ধার হওয়া ওই অবৈধ জাল দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াকিন আলীর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি জানান, প্রতি মিটার কারেন্ট ও সিম ফ্লাই নেট জালের মূল্য ৩৫ টাকা এবং বেহেন্দি জাল ৩৫০ টাকা করে। সে হিসাবে মঙ্গলবার ধ্বংসকরা অবৈধ জালের মূল্য (৫৯,৫০,০০০ + ৭০০০) ৫৯ লাখ ৫৭ হাজার টাকা বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫