ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের নামে চলমান জঙ্গি তৎপরতা সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে। হরতাল অবরোধের কথা মুখে শুনছি।
সচিবালয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এ কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আমু বলেন, আমি মনে করিনা এ আন্দোলন সরকারের বিরুদ্ধে। এ আন্দোলন রাষ্টের বিরুদ্ধে। যারা রাষ্ট্রকে চায়না, বিশ্বাস করে না। তারা তারা এ আন্দোলন করছে।
দেশে চলমান জঙ্গি তৎপরতা বন্ধের উপক্রম হয়েছে। বৈঠকে আমরা সন্তাষ প্রকাশ করেছি বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
হরতাল-অবরোধ নাশকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শিল্পমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের ৪ বছরের কারফিউকে যদি বলা হয় স্বাভাবিক, এখন যদি রাত ৯টার পর গাড়ি বন্ধ থাকে তাহলে স্বাভাবিক নয় কেনো? প্রশ্ন রাখেন শিল্পমন্ত্রী।
হরতাল অবরোধে জঙ্গি তৎপরতার বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, একটা মহল এটিকে জিইয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু জিইয়ে রাখা দেশের জন্য মঙ্গলজনক নয়, তা দেশের সব নাগরিকের বোঝা উচিত। এদেশ সবার, কোনো ব্যক্তি বা দলের নয়।
আমির হোসেন আমু বলেন, যখন দেশের প্রতিটি সূচক যখন অগ্রসরমান, প্রধানমন্ত্রী যখন দেশকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিচ্ছেন তখন জঙ্গি তৎপরতা চালিয়ে দেশকে দেশকে পিছিয়ে দেওয়া হচ্ছে।
নাশকতায় রোহিঙ্গাদের যুক্ত করার চেষ্টা
বৈঠকের পর আমির হোসেন আমু বলেন, চলমান নাশকতায় রোহিঙ্গাদের যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। বৈঠকে জঙ্গি অর্থায়নের উৎস নিয়ে আলোচনা হয়েছে।
আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে আইন-শৃঙ্খলা বহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
** মায়ানমার সীমান্তে ৩৮ ইয়াবা পয়েন্ট বন্ধের নির্দেশ
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫