লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপ ভ্যানভর্তি ৩৫ মণ জাটকাসহ আটক তিন জনের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক তিন ব্যক্তির প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
এর আগে সকালে রায়পুরের চর আবাবিল এলাকা থেকে পিকআপ ভ্যানভর্তি জাটকাসহ তাদের আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- মাছ ব্যবসায়ী চাঁদপুর জেলার চর জালিয়া গ্রামের হযরত আলীর ছেলে হেলাল উদ্দিন, ঢাকার ডেমরার বাসিন্দা আয়াত আলী ভূঁইয়ার ছেলে পিকআপ ভ্যান চালক ইউনুছ মিয়া ও হেলপার ইউছুফ মিয়া।
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, রায়পুরের মেঘনা নদী থেকে ধরা জাটকাগুলো পিকআপ ভ্যান বোঝাই করে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকাসহ পুলিশ তাদের আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের জেল-জরিমানা করা হয়। জব্দকরা জাটকাগুলো এতিমখানা ও দরিদ্র অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫