ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে আট ধরনের মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট নয়টি অভিযোগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর জামায়াতের নাযেবে আমির আব্দুস সুবহানের বিচার শুরু হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ওই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রায়ের দিন আব্দুস সুবহানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ।
রায় ঘোষণা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫