যশোর: যশোরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি সরিয়ে ফেলায় প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর খুলনা বিভাগের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।
খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন যোগাযোগ শুরু হয়।
এর আগে, সকাল ১০টার দিকে সদর উপজেলার সিঙ্গিয়া এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
যশোর রেলওয়ে স্টেশন মাস্টার (গ্রেড-৩) সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্স ট্রেন সকাল ৯টা ৫০ মিনিটে যশোর স্টেশন ত্যাগ করার কথা থাকলেও মালবাহী ট্রেন দুর্ঘটনার কারণে সেটি নওয়াপাড়ায় থামানো হয়। পরবর্তীতে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত মালবাহী ট্রেনটি সরানোর পর বিকেল ৫টা ৩৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
তিনি আরো জানান, পর্যায়ক্রমে যশোর থেকে সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া, সাঁগরদাড়ি ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে। তবে, চাঁপাইনববাগঞ্জ গামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করা হতে পারে বলে জানান স্টেশন মাস্টার।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫/আপডেট: ১৮২০ ঘণ্টা
** খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
** যশোরে লাইনচ্যুত বগি সরানোর কাজ চলছে