ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বোমা হামলার প্রতিবাদে সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বোমা হামলার প্রতিবাদে সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল ছবি: প্রতীকী

ঢাকা: শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের শান্তিপূর্ণ মিছিলে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (ফেব্রুয়ারি ১৭) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।



সমাবেশে বক্তারা অভিযোগ করেন, খালেদা জিয়ার নির্দেশে তাদের গুলশানের সমাবেশে বোমা হামলা চালানো হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক হামলা বন্ধ না হলে অচিরেই কঠোর কর্মসূচি দিয়ে খালেদা জিয়াকে তার কার্যালয় থেকে বের করে আনা হবে।

বক্তারা বলেন, তিনটি বোমা বিস্ফোরণের মাধ্যমে তাদের ২০ জন কর্মীকে আহত করা হয়েছে। এ হামলার টার্গেট ছিলেন নৌমন্ত্রী শাহজাহান খান।

সংসদ সদস্য শিরিন আক্তারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ইসমত কাদির গামা, নারী নেত্রী সেলিনা আক্তার, লিমা ফেরদৌস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।