বাগেরহাট: বাগেরহাটে বিদ্যুতের দেড়শ ফুট উঁচু টাওয়ার থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ইদ্রিস আলী হাওলাদার (৪৮) নামে এক দিনমজুর।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের বাজেয়াপ্ত সুন্দরঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ১১টার দিকে দিন মগরা গ্রামের ইদ্রিস আলী হাওলাদার তার বাড়ির সামনে পিডিবির এক লাখ ৩২ কেভির দেড়শ ফুট উঁচু টাওয়ারে ওঠেন। স্থানীয় লোকজন ও তার স্বজনেরা দেখতে পেয়ে ছুটে এসে তাকে নিচে নেমে আসতে অনুরোধ করেন।
একপর্যায়ে তারা ব্যর্থ হয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও তাকে নামিয়ে আনতে ব্যর্থ হয়।
পরে ইদ্রিস আলী বিদ্যুতের তারে কিছুক্ষণ ঝুলে থেকে নিচে লাফ দেন। এতে তার একটি পা ও একটি হাত ভেঙে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি।
তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, এ ঘটনা জানাজানি হলে শত শত মানুষ ভিড় করেন ওই এলাকায়। তাকে এতো উঁচু থেকে লাফ দিতে দেখে অনেক নারী ও শিশু জ্ঞান হারিয়ে ফেলে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা স্বপন কুমার ভক্ত বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত ইদ্রিস আলীর পরিবার জানিয়েছে, ইদ্রিস আলী মানসিক ভারসাম্যহীন। এর আগেও তিনি ওই টাওয়ার থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বাগেরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিসা মন্ডল জানান, আহত ইদ্রিস আলী এখনও আশঙ্কামুক্ত নয়। তিনি মাথা ও শরীরের বেশ কয়েক স্থানে গুরুতর আঘাত পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫