জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, এই সন্ত্রাসী দলের শিকার আমিও হয়েছিলাম। জিয়াউর রহমানের আমলে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আমার আমার পায়ের রগ কেটে দেওয়া হয়েছিলো।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমলে আমার পায়ের ৮০ শতাংশ রগ ক্ষতিগ্রস্ত হয়। আমাকে বলা হয়, ‘আর কোন দিন রাজনীতি করতে পারবি না’। এই দল তখন থেকেই সন্ত্রাসী দল। জিয়াউর রহমানও সন্ত্রাসী ছিলেন, খালেদা জিয়াও সন্ত্রাসী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে, তাতে আগামী ৩ বছরের মধ্যে দেশের মানুষ খালেদার নাম ভুলে যাবে। এ কারণেই তিনি হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছেন। হরতালের ডাক দিয়ে নেতা-কর্মীরা মাঠে থাকে না। এটা এখন ভোতা হরতালে পরিণত হয়েছে। এতে আগামীতে হরতাল-অবরোধ আর কোনো কাজে আসবে না।
সংসদ সদস্যদের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, সংসদ সদস্যরা ডিমান্ড লেটার দিলে প্রতিটি নির্বাচনী এলাকার অকৃষি জমিতে পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫