ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা বন্ধের দাবি আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সহিংসতা বন্ধের দাবি আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: হরতাল অবরোধের নামে রংপুর-গাইবান্ধাসহ সারাদেশে যানবাহনে জামায়াত-শিবির-বিএনপি ক্যাডারদের পেট্রোলবোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান রংপুর জেলা ও মহানগর শাখা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মূলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান রংপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মারুফ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, বিএনপি রাজাকারদের সঙ্গে নিয়ে দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই পরিকল্পিত চক্রান্ত শুরু হয়েছে।

এসময় সংগঠনের পক্ষ থেকে রাজাকার-আলবদর জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা ইমন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ, মূলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম আব্দুল সোবহান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন ইমরোজ, মো. লিখন, টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আশরাফ দিদার, ২২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন, ছাত্রলীগ নেতা হিমেল, মীম সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।