ঢাকা: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে আমিন মোহাম্মদ সিটির একটি প্রকল্পের অবস্থান ও স্বত্ত্বে ৬ মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের দাবি, আমিন মোহাম্মদের ওই প্রকল্পের জন্য ২০১৪ সালের ৮ জুলাই ১১৫ দশমিক ৬৬ একর ভূমির জন্য পরিবেশগত প্রভাব পড়ছে এ সংক্রান্ত অনুমোদন দেয় পরিবেশ অধিদপ্তর।
পরে আল মুসলিম বিল্ডার্স নামের এক কোম্পানির আপত্তিতে ওই বছরের ১৫ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর এই ভূমির পরিমাণ কমিয়ে ৮৪ দশমিক ০৪২৯ একর করে।
কিন্তু ন্যাশনাল সার্ভে অর্গানাইজেশনের সমীক্ষা অনুযায়ী সেখানে তাদের জমি রয়েছে ৩০ দশমিক ৯১১ একর।
বেসরকারি আবাসিক প্রকল্প ভূমি উন্নয়ন বিধিমালার ৭(১) বিধিতে বলা হয়েছে, প্রকল্পের উদ্যোক্তাকে সাব কবলা দলিল মূলে ৭০ ভাগ জমির মালিক হতে হবে। এটা আমিন মোহাম্মদের লে আউটের ৩২ দশমিক ৬৬ শতাংশ। এটা বিধির লঙ্ঘণ বলে দাবি করা হয়।
তাই আল মুসলিম বিল্ডার্সের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ রিটটি দায়ের করেন।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। তাকে সহায়তা করেন আইনজীবী মো. শাহরিয়া কবির বিপ্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।
পরে মো. শাহরিয়ার কবির বিপ্লব সাংবাদিকদের বলেন, আদালতের এ আদেশের ফলে আমিন মোহাম্মদ সিটি কর্তৃপক্ষ ওই প্রকল্পের প্লট বা ভূমি বা ইমারত বিক্রি করতে পারবেন না। বিক্রয়ের জন্য বিজ্ঞাপনও দিতে পারবে না।
এছাড়া সেখানে কোনো উন্নয়ন কাজও করা যাবে না বলে উল্লেখ করেন তিনি।
অন্তর্ববর্তীকালীন আদেশ ছাড়াও আদালত রুল জারি করেছেন। রুলে পরিবেশগত প্রভাব মূল্যায়ণ করে দেওয়া অযৌক্তিক অনুমোদন বাতিলে বিবাদীদের নিষ্ক্রীয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
চার সপ্তাহের মধ্যে ভূমি সচিব, বন ও পরিবেশ সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের ঢাকা সার্কেলের পরিচালক, পরিবেশগত ছাড়পত্র কমিটির সদস্য সচিব, মুন্সীগঞ্জের সহকারী পরিচালক, সিরাজদিখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমিন মোহাম্মদ সিটি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭,২০১৫