ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ট্যাংক লরিতে আগুনের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
মৌলভীবাজারে ট্যাংক লরিতে আগুনের ঘটনায় মামলা ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারে বিবিয়ানা গ্যাস ফিল্ডের বর্জ্যবাহী দু’টি ট্যাংক লরিতে আগুন দেওয়ার ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


 
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে বর্জ্যবাহী দু’টি ট্যাংক লরি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডে যাচ্ছিলো। পথে কামালপুর বাজার এলাকায় ১৫/২০ জন হরতাল সমর্থক গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।
 
এসব অভিযোগে মৌলভীবাজার পৌর জামায়াতের আমির ইয়ামির আলীকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।