মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় কলেজছাত্রীকে হয়রানি করার অভিযোগে মো. আমিনুল ইসলাম হৃদয় নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজিনা সারোয়ার এ দণ্ডাদেশ দেন।
হৃদয় উপজেলার ডুলিহাটা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে টঙ্গিবাড়ী বিটি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। মঙ্গলবার সকালে মেয়েটি কলেজে যাচ্ছিলেন। পথে ওই গ্রামের মন্টুচত্বরের কাছে এলে হৃদয় ও তার দুই বন্ধু মেয়েটিকে সিএনজি চালিত অটোরিকশায় করে তুলে নেওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা হৃদয়কে আটক করে টঙ্গীবাড়ী থানা পুলিশে সোপর্দ করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ইউএনও তাজিন সারোয়ার জানান, দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে এ সাজার আদেশ দেওয়া হয়েছে।
হৃদয়কে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান টঙ্গিবাড়ী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫