ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
রাজবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে ১ হাজার ৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেল ৩টায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ২ জনকে আটক করে।

পরে তাদের তথ্যমতে রাজবাড়ী সদরের মহিষাখোলা গ্রাম থেকে আরেকজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ইয়াবা বিক্রির ৩০ হাজার ৩৭০ টাকা, ৬টি মোবাইল ফোনসেট, ১০টি মোবাইল সিম, ২টি মোবাইল পোর্টেবল পাওয়ার, ১টি নোকিয়া ব্লুটুথ হেডফোন ও চশমা জব্দ করা হয়।

আটকরা হলেন, ফরিদপুরের মধুখালী থানার জগন্নাথদি গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. মেহেদী হাসান মুরাদ মিয়া (২৮) ও  রাজবাড়ী  সদর উপজেলার রায়নগর গ্রামের তোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৮) এবং সদরের মহিষাখোলা গ্রামের মো. আছর উদ্দিন শেখের ছেলে মো. এলেম শেখ (৩০)।

র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।