ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামী ব্যাংক-ইবনে সিনাসহ জামায়াতের সব প্রতিষ্ঠান বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ইসলামী ব্যাংক-ইবনে সিনাসহ জামায়াতের সব প্রতিষ্ঠান বন্ধের দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতায় অর্থের উৎস হিসেবে ইসলামী ব্যাংক, ইবনে সিনাসহ জামায়াতের সব প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য সামছুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।



সামছুল হক চৌধুরী বলেন, বিএনপি নেতা তারেক রহমান পাকিস্তানের আইএসআই’র নির্দেশে যুক্তরাষ্ট্রে বসে পেট্রোল বোমা মারার নির্দেশ দিচ্ছেন। এদের সঙ্গে আপোষ করে লাভ নেই। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর এই নাশকতার উৎস খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের কর্মসূচিতে অর্থের যোগান দিচ্ছে জামায়াতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, ইবনে সিনাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। অবিলম্বে এসব প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। তা না হলে এদের নাশকতা দমন করা যাবে না।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

** খালেদা ক্ষমতায় আসতে পারবেন না

** স্বাধীনতা ও বঙ্গবন্ধু নিয়ে মিথ্যা তথ্য পরিবেশনে ব্যবস্থা

** নতুন করে গ্যাস সংযোগ নয়
** বিএনপি আমার পায়ের রগ কেটে দিয়েছিল
** এখনও মেলেনি সংসদের মূল নকশা
** বাংলাদেশি চ্যানেল ভারতে প্রদর্শিত হয় না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।