ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ট্রলার ডুবির ঘটনায় আরও এক লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বরগুনায় ট্রলার ডুবির ঘটনায় আরও এক লাশ উদ্ধার

বরগুনা: বরগুনার তেঁতুলবাড়িয়ার পায়রা নদীতে দুই শতাধিক যাত্রী নিয়ে  ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মুসা মেরদা (১৬) নামে আরেক জনের লাশ উদ্ধার করা হয়ছে। ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।



মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল তেঁতুলবাড়িয়া থেকে তিন কিলোমিটার দক্ষিণে আশারচর এলাকায় লাশটি দেখতে পাওয়া যায়।

স্থানীয় নিষাণবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান দুলাল ফরাজি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুসা মেরদার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানার মনষাতলী গ্রামে। আশারচরে লাশটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে জানান, খবরে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কুয়াকাটা থেকে অন্তত দুইশত যাত্রী নিয়ে বরগুনার বামনী উপজেলার চলাভাঙা এলাকায় মাহফিলে দিকে যাচ্ছিল ট্রলারটি। এ সময় নদীর তেঁতুলবাড়ি এলাকায় হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় আজকে দিন পর্যন্ত ৮ জনের লশ উদ্ধার করা হল।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।