ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এবার আপিল বিভাগেও বিচারপতি নিয়োগ

এ জেড খান স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
এবার আপিল বিভাগেও বিচারপতি নিয়োগ

ঢাকা: বিচার বিভাগে জমে থাকা মামলার জট ‘নিরসনে’ হাইকোর্ট বিভাগের পর এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে।

সম্প্রতি হাইকোর্ট বিভাগে ১০ জনকে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এরপর আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।   শিগগিরই আপিল বিভাগে কয়েকজন বিচারপতি নিয়োগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আপিল বিভাগে কয়েকজন বিচারপতি নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

আপিল বিভাগের বিচারপতি নিয়োগে যাদের নামে গুঞ্জন শোনা যাচ্ছে, তারা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।

বর্তমানে আপিল বিভাগে ৭ জন এবং হাইকোর্ট বিভাগে নতুন ১০ জনসহ ৯৮ জন বিচারপতি রয়েছেন।

তাদের মধ্যে চলতি বছর আপিল বিভাগের একজন বিচারপতি এবং হাইকোর্ট বিভাগ থেকে ৩ জন বিচারপতি অবসরে যাবেন।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এরপর প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারপতি নিয়োগ দেবেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।