ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, র্যাবের তৎপরতার কারণেই জঙ্গিরা তাদের কর্মকাণ্ড চালাতে ব্যর্থ হয়েছে। এজন্য ২০০৪ সালের পর থেকে তাদের কোনো কর্মকাণ্ড সফল হয়নি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ এর কার্যালয়ে ‘জিম্মি উদ্ধার মহড়া’ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মহড়ায় রেফ্লিং, বিল্ডিং ক্লাইম্বিং ও হাউজ ক্লিলিয়ারিং তিন পদ্ধতিতে উদ্ধার মহড়া চালায় র্যাব।
বেনজীর আহমেদ বলেন, র্যাব প্রতিষ্ঠার পর থেকে দেশে জঙ্গি তৎপরতা অনেক কমে গেছে। এজন্য বাংলাদেশের জনগণের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বলেন, প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কাজের মান বজায় রাখা সম্ভব। র্যাবের মতো একটি এলিট ফোর্সের জন্য তাই নিয়মিত প্রশিক্ষণ জরুরি। এ জন্য অবশ্য অত্যাধুনিক সরঞ্জামাদিও প্রয়োজন।
র্যাব ফোর্সকে নিয়মিত মহড়ার পরামর্শ দিয়ে বেনজীর আহমেদ বলেন, নিয়মিত মহড়া করলে দক্ষতা বাড়ে। এতে কোনো অপারেশনই জটিল হবে না।
এ সময় র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক কর্নেল জিয়াউল আহসান, গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আজাদ আবুল কালাম, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ, সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. মাকসুদুল আলমসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৭, ২০১৫