ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুবহানের রায়

সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী ছবি: জাহিদ সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানের মামলার রায়কে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।  

রায় ঘোষণা উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পুলিশ, র‌্যাব ও এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটেলিয়ন) ট্রাইব্যুনাল গেটের চারপাশসহ প্রেসক্লাব, হাইকোর্ট, মাজারগেট, দোয়েল চত্বর এলাকায় অবস্থান নিয়েছে।



একই সঙ্গে হাইকোর্টের মাজারগেট থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাকে কয়েকটি অংশে ভাগ করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মগবাজার, পল্টন, খিলগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী ও ধানমণ্ডিসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ গুরুত্বের সঙ্গে কঠোর নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশ, র‌্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) আবদুল বাতেন বাংলানিউজকে জানান, পূর্ববর্তী রায় ঘোষণার দিনের মতো এবারো সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে পুলিশ। রাজধানীতে অন্য দিনের চেয়ে বেশি পুলিশ সদস্য মোতায়েন আছেন।
 
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বাংলানিউজকে জানান, রায়কে কেন্দ্র করে যেন কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য র‌্যাবকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিয়মিত টহলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করে তল্লাশি করা হচ্ছে। এছাড়াও সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা দল কাজ করছে।

তবে রায়ের জন্য নয় ‘নিয়মিত’ টহলের অংশ হিসেবে বিজিবি মাঠে আছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মুহম্মদ মোহসিন রেজা।

বুধবার সকালে আবদুস সোবহানের রায় ঘোষণা করা হবে।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫, আপডেট: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

** নিরাপরাধ বাঙালিদের জবাই করতেন সুবহান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।