বরিশাল: বরিশালের বানারীপাড়ায় ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় এক জনকে ১৭ বছর ও অপর এক জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল আদালতের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আলী হায়দার এ রায় প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি জেলার বীরমহল এলাকার রফিকুল ইসলামের ছেলে রানা ও বরিশালের বানারীপাড়া উপজেলার আশুরাইন এলাকার সিদ্দিক মোল্লার ছেলে পনির মোল্লা।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ফিরোজ জানান, মামলার বাদী বানারীপাড়ার পশ্চিম চাখারের বাসিন্দা মৃত হোসেন আলীর ছেলে শহিদ সরদারের বসত ঘরে ২০০৭ সালের ২৮ জানুয়ারি ভোরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিযে যায়।
এ ঘটনায় ওই দিন শহিদ সরদার বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ ২০০৮ সালের ৮ মে দণ্ডপ্রাপ্ত দু’জনসহ নয় জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আদালত ২১ জন সাক্ষীর মধ্য থেকে ১৫ জনের সাক্ষগ্রহণ শেষে ওই দুই জনকে ৩৯৫ ও ৩৯৭ ধারায় ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া, রানাকে ৪০২ ধারায় আরো সাত বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এদিকে, অভিযুক্ত বাকি সাত জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫