সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়রের মাইক্রোবাসের ধাক্কায় সোবাহান তালুকদার (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সোবাহান রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের রজব আলী তালুকদারের ছেলে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলাম সন্ধ্যায় নিজেই মাইক্রোবাস চালিয়ে জেলা সদর থেকে শাহজাদপুর যাচ্ছিলেন। পথে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী সোবাহান গুরুতর আহত হয়। মেয়র গাড়ি নিয়ে দ্রুত চলে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া ২০শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিএনপি নেতা পৌর মেয়র নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, তিনি গাড়ি চালানোর সময় অতর্কিতভাবে ওই অটোরিকশা এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। গরিব হওয়ায় অটোরিকশা চালককে কিছু বলিনি। তবে কেউ আহত হয়নি বলে দাবি করেন তিনি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫