ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এপিসির চাপায় রিকশাচালক আহত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
এপিসির চাপায় রিকশাচালক আহত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় পুলিশের সাঁজেয়া যানের (এপিসি) নিচে চাপা পড়ে রিকশাচালক আহতের ঘটনায় তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) গাজিউর রহমান।



রোববার (১৭ ফেব্রুয়ারি) শহরের সাতমাথায় উল্টো পথে পুলিশের এপিসি কার চলার সময় আহত হন রিকশাচালক আজিজার রহমান (৫০)। এসময় তার রিকশাটিও দুমড়ে মুচড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গাজিউর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে তদন্ত চলছে। পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আহত রিকশা চালককে সুচিকিৱসার ব্যবস্থাসহ নতুন রিকশা কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ।

তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু  নয়। সাময়িকভাবে কখনও অনিচ্ছাকৃত ভুল হতে পারে। কিন্তু স্থায়ীভাবে পুলিশের দ্বারা নিরীহ মানুষের কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
   
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা,  ১৭ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।