ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে অনিয়মের অভিযোগে ইটভাটা বন্ধ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বদরগঞ্জে অনিয়মের অভিযোগে ইটভাটা বন্ধ

রংপুর: রংপুরের বদরগঞ্জে অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে এইউবি নামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পিবিএম নামে অপর একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।



মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ  অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবেশ ছাড়পত্র না থাকায় এর আগেও এইউবি ইটভাটাকে অর্থদণ্ডের পাশাপাশি সতর্ক করা হয়। কিন্তু ইট পোড়ানো অব্যাহত থাকায় ওই ইটভাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া একই কারণে পিবিএম ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।