ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুর থেকে তিনটি হাত বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
মোহাম্মদপুর থেকে তিনটি হাত বোমা উদ্ধার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্যই বোমাগুলো তৈরি করা হয়েছে বলে মনে র‌্যাব।



মঙ্গলবার বিকেল ৪টায় বোমাগুলো উদ্ধার করে র‌্যাব-২।

র‌্যাব-২, সিপিসি-৩ এর উপ-পরিচালক দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, ঢাকা উদ্যান এলাকার ১ নম্বর সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন হাত বোমা উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা যায়নি। কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছিলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।