ভোলা: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় শুরু হয়েছে ৮ দিনব্যাপী একুশে বইমেলা।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের ওবায়দুল হক কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবিএম শওকত ইকবাল শাহীন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, ওবায়েদুল হক কলেজের অধ্যক্ষ নওশেদ আলম, ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম প্রমুখ।
মেলায় প্রথম দিনে বিপুলসংখ্যক দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। আগতদের নিরাপত্তায় পুলিশি কঠোর ব্যবস্থা জোরদার করেছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫