ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক হোসাইন জাকিরের অবস্থা সঙ্কটাপন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সাংবাদিক হোসাইন জাকিরের অবস্থা সঙ্কটাপন্ন হোসাইন জাকির

ঢাকা: ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক হোসাইন জাকিরের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।



রাজধানীর মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ দিন থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন জানান, ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল থেকে ফেরত পাঠানোর পর গত কয়েক মাস থেকেই ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হোসাইন জাকির।

গত দু’দিন থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করে। এ অবস্থায় দ্রুত রোগ মুক্তির জন্য সবার দোয়া কামনা করেন তার স্ত্রী।

অক্টোবরের মাঝমাঝিতে ক্যান্সার ধরা পরার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে দেশে ফিরিয়ে এনে ডেল্টা মেডিক্যাল কলেজ হাসপালে আবারও ভর্তি করা হয়। দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় ধরে তিনি ডেল্টা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামের দৈনিক আজাদী দিয়ে সাংবাদিকতা শুরু করা হোসাইন জাকির দীর্ঘ প্রায় ১৮ বছর সক্রিয় ছিলেন নিজের পেশায়। দৈনিক মানবজমিন হয়ে দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তরে কাজ করেছিলেন দীর্ঘদিন।

যুগান্তরে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করার একপর্যায়ে যুক্ত হন আলোকিত বাংলাদেশের সঙ্গে। দায়িত্ব নেন প্রধান প্রতিবেদকের। সবশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আজকের পত্রিকায়ও নিয়েছিলেন প্রধান প্রতিবেদকের দায়িত্ব।

পেশাগত জীবনে সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পান হোসাইন জাকির। চট্টগাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি।

হোসাইন জাকির  ১ কন্যা ও ২ ছেলের জনক।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।