গাজীপুর: গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- সেলিম খান (৩৫), তিনি বরিশালের বাকেরগঞ্জের আ. মালেক খানের ছেলে। সেলিম গাজীপুরে থেকে গাড়ি চালাতেন বলে জানা যায়।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-শিমুলতলী রোডের ভুরুলিয়া এলাকায় শিমুলতলীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচযাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে সেলিমের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬