ভোলা: ভোলায় কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ১২ মণ জাটকা জব্দ করেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল মেঘনার কালীগঞ্জ এলাকায় এ অভিযান চালায়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. মো. খালিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-দৌলতখান রুটের কর্ণফুলী লঞ্চ আটক করে তল্লাশি চালায়। এ সময় লঞ্চ থেকে ১২ মণ জাটকা জব্দ করা হয়।
পরে জব্দকৃত মাছ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫