বরিশাল: বরিশাল সরকারি বিএম (ব্রজমোহন) কলেজের প্রশাসনিক ভবনে প্রধান ফটকে তালা মেরেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটলেও এর ঘণ্টাখানেক পরে সেটিকে ভেঙে ফেলা হয়।
ঘটনার পরপরই কলেজ অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক ও বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর প্রশাসনিক ভবনের নীচতলায় বেশ কয়েকজন কলেজ স্টাফ কাজ করছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কে বা কাড়া প্রশাসনিক ভবনের গেট আটকে বাহির থেকে সেটিতে তালা মেরে দেয়। বিষয়টি জানতে পেরে তালাটি খুলে ফেলার নির্দেশ দিলে কর্মচারীরা সেটিকে ভেঙে ফেলে।
কাতোয়ালী থানা ওসি শাখাওয়াত হোসেন জানান, তিনি খবরটি শুনে ঘটনাস্থলে গিয়েছেন এবং তালাটি ভেঙে ফেলা হয়েছে। এটা তেমন কোনো বড় ঘটনা নয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫