ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
মৌলভীবাজারে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের আনোয়ার বকস (৩৫) হত্যা মামলার প্রধান আসামি লন্ডন প্রবাসী আব্দুল মালিককে (৫০) ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরা সি ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



আব্দুল মালিক মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের জগৎপুর গ্রামের বাসিন্দা।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

১৩ নভেম্বর শহরের কোর্ট এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ইকোপার্ক এলাকা থেকে আনোয়ার বকস (৩৫) এর গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুযারি ১৭, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।