রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছয়টি ককটেল ও ছয়টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত স্থানে ককটেল ও পেট্রোল বোমা রয়েছে বলে সংবাদ পায় পুলিশ।
পরে সেখানে অভিযান চালিয়ে ছয়টি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্যই ককটেল ও পেট্রোল বোমাগুলো সেখানে রেখেছিল।
নাশকতাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ফেব্রুযারি ১৭, ২০১৫