ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ১২টি পেট্রোলবোমা-ককটেল উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
রূপগঞ্জে ১২টি পেট্রোলবোমা-ককটেল উদ্ধার ছবি: ফাইল ফটো

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছয়টি ককটেল ও ছয়টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।



মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত স্থানে ককটেল ও পেট্রোল বোমা রয়েছে বলে সংবাদ পায় পুলিশ।

পরে সেখানে অভিযান চালিয়ে ছয়টি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।   ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্যই ককটেল ও পেট্রোল বোমাগুলো সেখানে রেখেছিল।

নাশকতাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ফেব্রুযারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।