ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১৬টি ককটেলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ফেনীতে ১৬টি ককটেলসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে ১৬টি ককটেলসহ শাহাদাত হোসেন জহির (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দুলামিয়া ব্রিক ফিল্ড থেকে তাকে আটক করা হয়।

শাহাদাত হোসেন ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছাড় গ্রামের ওলি আহম্মদের ছেলে।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাদাতকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়।

আটক শাহাদাত জানিয়েছেন, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ছাত্রদল নেতা ইমন তাকে দুইশত টাকা দিয়ে ককটেলগুলো তার কাছে দেওয়া হয়।

মহাসড়কে নাশকতা চালানোর জন্য ককটেলগুলো আনা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বাংলানিউজকে জানান, এ ব্যাপারে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুযারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।