ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পোশাক কারখানায় ৮২ লাখ টাকা জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
রূপগঞ্জে পোশাক কারখানায় ৮২ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার লিথুন ফেব্রিক্স ও এইচ এইচ টেক্সটাইল নামে দুটি পোশাক কারখানাকে ৮২ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার রাতে(১৭ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- তন্মধ্যে-পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনার (ইটিপি) নির্মাণ ব্যতিত অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পার্শ্ববর্তী নদী ও জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করছে কারখানা দুটি।

আর এ অপরাধে লিথুন ফেব্রিক্সকে ৪০ লাখ ও এইচ এইচ টেক্সটাইলকে ৪২ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।