ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে নিখোঁজের ছয় ঘণ্টা পর বাড়ির পাশে সেফটিক ট্যাংক থেকে রিয়া আক্তার (৭) নামে এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
রিয়া স্থানীয় রোজ কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবার নাম আলমগীর হোসেন। তারা মাতুয়াইলে রতন মেম্বারের বাড়িতে ভাড়া থাকেন।
রিয়ার মামা আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাসার সামনে থেকে নিখোঁজ হয় রিয়া। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে এলাকায় মাইকিং করা হয়।
এরপর রাত ১১টার দিকে প্রতিবেশিরা তাকে রতন মেম্বারের বাড়ির সেফটিক ট্যাংকির ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিয়ার পরিবারের সঙ্গে কারও শত্রুতা আছে কিনা সেটা তার জানা নেই উল্লেখ করে আরিফ আরও বলেন, সে খেলতে গিয়ে ট্যাংকের ভেতরে পড়ে গেছে, নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে- সেটা এখনও বোঝা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫