ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরায় বাদশা মিয়া নামে পুলিশের এক সোর্সকে হত্যার ঘটনায় জহিরুল ইসলাম ওরফে পারটেক্স মুন্না(৩৪) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে পূর্ব রামপুরা থেকে তাকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইকবাল হোসাইন বাংলানিউজকে জানান, ৯ জানুয়ারি বাদশা মিয়াকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মুন্নাকে আটক করা হয়েছে। তবে, তিনি এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মুন্না জানিয়েছে, বাদশা হত্যাকাণ্ডে তারা ৫ জন অংশ নেয়।
মুন্না পূর্ব রামপুরার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা গ্রুপের অন্যতম সদস্য। এ গ্রুপের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার কারণেই বাদশাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মুন্না।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫