রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকার এক গৃহবধূকে উত্ত্যক্তের দায়ে ৩ যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কেয়ারিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে রানা মিয়া (২০), বাইল্লারটেক এলাকার মৃত সামাদ হোসেনের ছেলে ফারুক মিয়া (২৬) ও বাগবেড় এলাকার আতাবুর রহমানের ছেলে জিন্নত আলী (২৪)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গুতিয়াবো এলাকার এক গৃহবধূকে উত্ত্যক্ত করে রানা মিয়া, ফারুক মিয়া ও জিন্নত আলী নামে ওই তিন যুবক।
রাতে পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে অভিযুক্ত ওই তিন যুবককে আটক করে পুলিশ।
পরে অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের তিন জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫