সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়রের গাড়ির থাক্কায় আহত সোবহান আলী তালুকদার (২৯)মারা গেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় পৌর মেয়র সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর যাচ্ছিল। মাইক্রোবাসটি সিরাজগঞ্জ-নগড়বাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রেলস্টেশন এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত একটি অটোরিকশার ধাক্কা লাগে।
এতে অটোরিকশার যাত্রী রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের রজব আলী তালুকদারের ছেলে মাইক ব্যবসায়ী সোবহান আলী তালুকদার (২৯) গুরুতর আহত হন।
এ সময় প্রথমে তাকে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫