ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে যুক্তরাজ্য-বাংলাদেশ যৌথ মালিকানাধীন একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ১২০০ শ্রমিক ২ মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে অবস্থান নেয়।

তবে, এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুব আলম বাংলানিউজকে জানান, আদমজী ইপিজেডে এমসিএস টেক্সটাইলটি যুক্তরাজ্য ও বাংলাদেশ যৌথ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল। এ প্রতিষ্ঠানটি জ্যাকেট ও ব্লেজার তৈরি করতো। একজন মালিক লন্ডনে থাকেন। অপর মালিক চাঁদ মিয়া বাংলাদেশি।

সম্প্রতি প্রতিষ্ঠানের মালিকদ্বয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। বিদেশি মালিক বাংলাদেশের মালিক চাঁদ মিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। তিনি নারায়ণগঞ্জের একটি নিম্ন আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট এর লেনদেন স্থগিত রাখা হয়।

এতে করে গত ২ মাস ধরে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে পড়ে।

তিনি আরো বলেন, শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতনের মধ্যে এক মাসের বকেয়া বেতন লন্ডনে থাকা মালিক পাঠিয়েছেন। বাকি অন্য মাসের বেতন বৃহস্পতিবার দেওয়া হবে বলে জানিয়েছেন। কিন্তু শ্রমিকরা মঙ্গলবারের মধ্যেই তাদের বেতন দিতে হবে এমন দাবি করে কারখানার ভেতরে অবস্থান নেয়।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।