জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা এক ছাত্রকে আটক করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে আল-বেরুনী হলের দক্ষিণ পাশের মাঠে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রাতে আল-বেরুনী হলের দক্ষিন পাশের মাঠে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী অজিত চন্দ্র নন্দীকে আটক করে।
অজিত চন্দ্র নন্দী ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত এমন অভিযোগ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে অতিথি কক্ষে নিয়ে এসে ব্যাপক মারপিট করেছে।
বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হাসান তালুকদার ও মেহেদী ইকবাল হলে এসে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর প্রহরায় তার চিকিৎসা চলছে।
অজিত চন্দ্র নন্দী বলেন, আমি আগে ছাত্রদলের বড় ভাইদের সঙ্গে থাকতাম। এখন আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। বুধবার আমার পরীক্ষা আছে। তাই পড়ালেখা করে ফেরার পথে তারা আমাকে আটক করে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি জড়িত নই।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘চিকিৎসা শেষ হলে তাকে আমাদের হেফাজতে নেওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫