ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যশোরের মণিরামপুরে বন্দুকযুদ্ধে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
যশোরের মণিরামপুরে বন্দুকযুদ্ধে নিহত ২ ছবি: প্রতীকী

যশোর: যশোরের মণিরামপুরের বেগারিতলায় বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। এ সময় উপপরিদর্শক(এসআই) তাসনীমসহ পুলিশের ৪ সদস্য আহত হন।



নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার সাইদ ও যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের বজলু।

ঘটনাস্থল থেকে ৯টি ককটেল, ১২টি পেট্রোল বোমা, একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

যশোর পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমিন বাংলানিউজকে জানান, ৬টি মামলার আসামি সাইদ ও বজলুকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে পুলিশ। রাতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বেগারিতলায় অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।  

এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্লা গুলি ছুঁড়লে দুইজন নিহত হন।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।