সাতক্ষীরা: সাতক্ষীরায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটারগান, তিনটি দেশি বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের আব্দুস সবুর ওরফে গডফাদার সবুরের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল এ অভিযান চালায়।
এদিকে, রাতে অপর এক অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার কলনীপাড়া থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৬ এর সদস্যরা।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫