নড়াইল: নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানায় চারজনকে, লোহাগড়ায় তিনজন, কালিয়ায় চারজন ও নড়াগাতি থানায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫